বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ৩৪০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। এ ঘটনায় অন্তত ১১ জন আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, প্রথমবারের মতো তারা ইসরাইলের দক্ষিণাঞ্চলে আশদোদ নৌঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে।
আলজাজিরা বলেছে, হিজবুল্লাহর হামলায় মালোন শহরের একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়। মেতুলা শহরও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। ইসরাইলি সামরিক বাহিনীর বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের উপকণ্ঠসহ উত্তর-পূর্ব ও মধ্য ইসরাইলের একাধিক জায়গায় সাইরেনের শব্দ শোনা গেছে। আকাশপথে হামলা হলে এমন সাইরেন বাজানো হয়।
ইসরাইলি বাহিনীর দাবি, বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে। পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইলও।
লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা ও গুলি চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। লেবাননের সশস্ত্র বাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে তারা।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা গোয়েন্দা সদর দফতর এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ইউনিট সহ দাহিয়েহের ১২টি হিজবুল্লার অবস্থানে আক্রমণ করেছে।
লেবাননের দক্ষিণাঞ্চলের ৫ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি প্রশাসন। চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জানুয়ারি পর্যন্ত বৈরুতের সব স্কুল বন্ধ ঘোষণা করে লেবাননের শিক্ষা মন্ত্রণালয়।