বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার জসিম উদ্দীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার ( অক্টোবর) বিকেলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতি এ আদেশ দেন।
জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় প্রথম কোনো আসামি হিসেবে পুলিশের এ কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল।
উল্লেখ্য- জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হয় ১৭ অক্টোবর। এরপর দুই দফায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ নেতা এবং পুলিশসহ ৬৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এরমধ্যে ২০ জন বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তাদের আগামী ১৮ ও ২০ নভেম্বর আদালতে হাজির করার কথা রয়েছে।
বুধবার প্রথম মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার জসিম উদ্দীন মোল্লাকে গ্রেফতার করে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিন ভোরে রংপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। পরে তাকে নেওয়া হয় তার জেলা গোপালগঞ্জে।
বেলা ৪ টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে তাকে কারাগারে পাটানোর আদেশ দেন আদালত।
জসিম উদ্দীনের পক্ষে কোন আইনজীবী ছিলেন না।
তার বিরুদ্ধে মিরপুরের ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এ গণহত্যায় জড়িত আসামিরা যতই প্রভাবশালী হোক না কেন সবাইকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।
তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে হলে তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন।